বাংলার ইতিহাসঃ মুক্তিযুদ্ধ
শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেন-রেসকোর্স ময়দানে
অপারেশন সার্চসাইট-১৯৭১ সালেরৈ ২৫ মার্চ রাতের ঘটনা
বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেন- শেখ মুজিবুর রহমান, ২৫ মার্চ দিবাগত রাতে
(পরে ২৬ মার্চ চট্টগ্রামের আওয়ামী নেতা এম এ হান্নান চট্টগ্রাম বেতার থেকে শেখ মুজিবের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা প্রচার করেন। ২৭ মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা দেন-জিয়াউর রহমান
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপিত হয়-২৬ মার্চ, ১৯৭১ চট্টগ্রামের কালুঘাটে
মুজিবনগর সরকার গঠিত হয়-১০ এপ্রিল ১৯৭১, শপথ নেয়-১৭ এপ্রিল ১৯৭১
প্রথম স্বাধীন বাংলাদেশের সরকার গঠিত হয়-১৭ এপ্রিল ১৯৭১
বাংলাদেশ প্রজাতন্ত্র ঘোষণা করা হয়-১৭ এপ্রিল ১৯৭১
অস্থায়ী সরকারকে শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী (১৭ এপ্রিল)
স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন-অধ্যাপক ইউসুফ আলী (১৭ এপ্রিল)
স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়-মেহেরপুর জেলার মুজিবনগরে
মুজিবনগরের অস্থায়ী সরকারের সদস্য-৬জন
রাস্ট্রপতি (সরকার প্রধান)-শেখ মুজিবুর রহমান
অস্থায়ী রাষ্ট্রপতি/প্রেসিডেন্ট-সৈয়দ নজরুল ইসলাম (উপপরাস্ট্রপতি, অস্থায়ী রাস্ট্রপতির দায়িত্ব পালন করেন)
প্রধানমন্ত্রী-তাজউদ্দীন আহমেদ
অর্থমন্ত্রী-ক্যাপ্টেন মনসুর আলী
স্বরাষ্ট্রমন্ত্রী-এ এইচ এম কামরুজ্জামান
আইন, সংসদীয় ও পরাষ্ট্রমন্ত্রী-খন্দকার মোশতাক আহমদ
(এদেরকেই জাতীয় চার নেতা বলে অভিহিত করা হয়)
মুজিবনগর অবস্থিত- মেহেরপুরে
মুজিবনগরের পুরাতন নাম- বৈদ্যনাথতলার ভবেরপাড়া
মজিবনগর নামকরণ করেন-তাজউদ্দীন আহমেদ
মুজিবনগর সরকার গঠিত হয়-১৯৭১ সালের ১০ এপ্রিল
অস্থায়ী সরকারের সচিবালয়-৮ থিয়েটার রোড, কলকাতা
প্রথম সশস্ত্র প্রতিরোধ গডে তোলে-ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক- জেনারেল এম এ জি ওসমানী
জেনারেল ওসমানীকে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক পদে নিয়োগ দেয়া হয়-১৮ এপ্রিল ১৯৭১
বিমান বাহিনীর প্রধান-ক্যাপ্টেন এ কে খন্দকার
মুক্তিযুদ্ধের সেক্টর
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।
নৌ-বাহিনীর অধীনে ছিল-১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর)
১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না
চট্টগ্রাম-১নং সেক্টর
ঢাক-২ নং সেক্টর
রাজশাহী-৭ নং সেক্টর
মুজিব নগর-৮ নং সেক্টর
সুন্দরবন-৯ নং সেক্টর
নিচে সংখ্যা ১১টি সেক্টরের অঞ্চল পরিচিতি দেয়া হলঃ
১নং সেক্টর |
চট্টগ্রাম ও পাবর্ত্য চট্টগ্রাম |
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব |
২নং সেক্টর |
ঢাকা, নোয়াখালী, ফরিদপুর ও কুমিল্লার অংশবিশেষ |
|
৩নং সেক্টর |
কুমিল্লা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ |
(বীরশ্রেষ্ঠ রুহুল আমিন প্রথমে এই সেক্টরে যুদ্ধ করেন) |
৪ নং সেক্টর |
মৌলভীবাজার ও সিলেটের পূর্বাংশ |
|
৫নং সেক্টর |
সিলেট ও সুনামগঞ্জ |
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান |
৬নং সেক্টর |
রংপুর (বিভাগ) |
|
৭নং সেক্টর |
রাজশাহী (বিভাগ) |
বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর |
৮নং সেক্টর |
কুষ্টিয়া, যশোর থেকে খুলনা, সাতক্ষীরা |
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ |
৯নং সেক্টর |
সুন্দরবন ও বরিশাল (বিভাগ) |
|
১০নং সেক্টর |
সকল নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল |
বীরশ্রেষ্ঠ নুরুল আমিন |
১১নং সেক্টর |
ময়মনসিংহ |
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS