Wellcome to National Portal

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, ২০২২ উদযাপন  উপলক্ষ্যে তথ্য অধিকার আইন বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদানের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ ২য় স্থান অর্জন করেছে।মাননীয় তথ্যমন্ত্রী হতে উক্ত পুরস্কার গ্রহণ করছেন জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

খেলাধুলার ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগের রয়েছে নিজস্ব ঐতিহ্য। দেশীয় ও আঞ্চলকি খেলাসমূহের মধ্যে হা-ডু-ডু (বাংলাদেশের জাতীয় খলো), কাবাডি দাঁড়িয়াবাধাঁ, নানা রঙ এর ঘুড়ি উড়ানো,  গোল্লাছুট, এক্কাদোক্কা, বৌছুট, লাঠিখেলা, তরবারি খেলা, দধি কাঁদো ইত্যাদি উল্লখেযোগ্য।

 

বিভিন্ন ঋতুতে জনপ্রিয় খেলাঃ

ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, সাঁতার, জিমন্যাস্টিক, ভারত্তোলন, মুষ্টিযুদ্ধ, ব্যাডমিন্টন, শরীরগঠন (বডবিল্ডিং), টেবিলটেনিস, হ্যান্ডবল, হকি, টায়কন্ড (জুডোকারাত), শুটিং, সাইক্লিং, এ্যাথলেটিক্স, খোকো, আরচার (তীর নিক্কেপ)
  

ময়মনসিংহ বিভাগের জেলাসমূহে প্রতি বছর বিভিন্ন স্কুলের মধ্যে আন্তুস্কুল খেলাধুলার আয়োজন করা হয়। তাছাড়া বিভিন্ন  ধরনের র্টুনামেন্ট এর আয়োজন করা হয়। উল্লখেযোগ্য খলোধুলার মধ্যেঃ

(ক) আন্তঃস্কুল ক্রীড়া প্রতযিোগীতা

(খ) প্রিমিয়ার ফুটবল লীগ

(গ) ব্যডমিন্টন প্রতযিোগতিা

(ঘ) সাতার প্রতযিোগতিা

(ঙ) ভলিবল প্রতযিোগতিা

(চ) তাছাড়া কাবাডি প্রতযিোগতিার আয়োজন করা হয়।