Wellcome to National Portal

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, ২০২২ উদযাপন  উপলক্ষ্যে তথ্য অধিকার আইন বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদানের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ ২য় স্থান অর্জন করেছে।মাননীয় তথ্যমন্ত্রী হতে উক্ত পুরস্কার গ্রহণ করছেন জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উন্নয়ন শাখা,

শাখার নাম ও কর্মবিবরণ

দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর নাম ও পদবি

উন্নয়ন শাখা:

  • বার্ষিক কর্মসম্পাদন চুক্তি; এসডিজি;শুদ্ধাচার কৌশল ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত;
  • তথ্যঅধিকার ও তথ্য কমিশন;দুর্নীতি দমন, প্রতিরোধ এবং কমিশন-সহ অন্যান্য কমিশন সংক্রান্ত;
  • উন্নয়ন প্রকল্প সংক্রান্ত।
  • পরিবেশ দূষণ ও প্রতিকার;
  • বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত কার্যক্রম;
  • ব্যয়বহুল সিটি, সিটির ভবন মেরামত ও উর্ধ্বমুখী সম্প্রসারণ সংক্রান্ত;
  • দাতা সংস্থার (ইউনিসেফ-সহ অন্যান্য) কার্যক্রম সংক্রান্ত;
  • কারাগার, বিজিবি-সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম সংক্রান্ত;
  • বিভিন্ন পদক, জাতীয় পুরস্কার প্রদান ও জাতীয় দিবস উদযাপন সংক্রান্ত;
  • ফরমালিন-সহ অন্যান্য কেমিক্যালের অপব্যবহার রোধ;
  • স্মারক লিপি প্রেরণ সংক্রান্ত;
  • শুমারি ও জরিপ সংক্রান্ত;
  • বিজনেস ফোরাম গঠন-সহ অন্যান্য ফোরাম গঠন;
  • উন্নয়ন মেলা, বিজ্ঞান ও প্রযুক্তি মেলাসহ অন্যান্য মেলা আয়োজন;
  • মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সংক্রান্ত;
  • বিশেষ এলাকার উন্নয়ন সংক্রান্ত;
  • দারিদ্র দূরীকরণ;
  • বার্ষিক প্রতিবেদন প্রণয়ন ও প্রেরণ সংক্রান্ত;
  • সেমিনার ও কর্মশালা আয়োজন; 
  • টিআর/জিআর/কাবিখা ইত্যাদি ত্রাণ ও দুর্যোগ সংক্রান্ত কাজ;
  • ধর্মীয় বিষয়াদি সম্পর্কিত;
  • জলবায়ু পরিবর্তন ট্রাস্ট;
  • উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদেয় যাবতীয় দায়িত্ব পালন।

 

১. মো: যোবায়ের হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

 

২. মো. জহিরূল ইসলাম, অফিস সহকারী কামকম্পিউটার মুদ্রাক্ষরিক

৩. রুবিনা আক্তার 

সাঁট-মুদ্রাক্ষরিক কাম.কম্পিটার অপারেটর