Wellcome to National Portal

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, ২০২২ উদযাপন  উপলক্ষ্যে তথ্য অধিকার আইন বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদানের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ ২য় স্থান অর্জন করেছে।মাননীয় তথ্যমন্ত্রী হতে উক্ত পুরস্কার গ্রহণ করছেন জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিশেষ অর্জন

ময়মনসিংহ  বিভাগের অর্জনসমূহঃ

  • পরিকল্পিত নতুন বিভাগীয় শহর ও বিভাগীয় সদর দপ্তরের জন্য ৪৩৬৬.৮৮ একর ভূমি অধিগ্রহণের অনুমোদন লাভ।
  • বিভাগীয় পর্যায়ে ৩০টির মধ্যে ২১টি অফিসের কার্যক্রম শুরু।
  • জনবান্ধব উপজেলা ভূমি অফিস বিনির্মাণের জন্য গৃহীত ২৪টি উদ্যোগ অধিকাংশই বাস্তবায়নাধীন।
  • জনবান্ধব উপজেলা প্রশাসন বিনির্মাণের লক্ষ্যে ৩৯টি উদ্যোগ বাস্তবায়নাধীন ।
  • শিশুদের প্রাথমিক বিদ্যালয় হতে ঝড়ে পড়া রোধকল্পে ৩,১৪৪টি বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়েছে। মিড ডে মিল এর অংশ হিসেবে ৫,৪৩২টি বিদ্যালয়ে ৮,০৮,৪০০ টি টিফিনবক্স ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
  • ২০১৬-১৭ সালে ৬৬৪টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। এ পর্যন্ত ময়মনসিংহের ০৩টি, জামালপুরের ৩টি এবং শেরপুরের ১টি উপজেলাসহ মোট ০৭টি উপজেলা বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালের মধ্যে এ বিভাগের সবগুলো উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হবে।
  • সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে জেলা পর্যায়ে ০৯ টি, উপজেলা পর্যায়ে ১০৫টি, পৌরসভা পর্যায়ে ৭৫টি এবং ইউনিয়ন পর্যায়ে ৭৬৫টি কমিটি করা হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়েছে।
  • ভিক্ষুক পুনর্বাসনের জরিপ কার্যক্রম সমাপ্ত হয়েছে। উক্ত জরিপ অনুযায়ী মোট ২৪,৪৯৮ জন ভিক্ষুকের মধ্যে ৪২২ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ডিসেম্বর ২০১৮ সালের মধ্যে পর্যায়ক্রমে এ বিভাগের সকল ভিক্ষুককে পুনর্বাসন করে এ বিভাগকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হবে।
  • উদ্ভাবনী ও জনকল্যাণমুখী কাজে আরো উৎসাহিত করার জন্য বিভিন্ন পর্যায়ের ১৩ জন কর্মকর্তা, ১ জন স্থানীয় জনপ্রতিনিধি, ১জন সমাজসেবক ও শিক্ষাবিদ এবং ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর উচ্চ বিদ্যালয় ও কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭জন বালিকা খুদে ফুটবল খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়েছে।

 

জেলার অর্জনসমূহঃ

ময়মনসিংহঃ

  • ত্রিশাল উপজেলার একটি দৃশ্যমান ও সফল বৃক্ষরোপন আন্দোলন হচ্ছে ‘‘সবুজ বিপ্লব’’।
  • যানজট নিরসনে অটো-রিক্সা নিয়ন্ত্রণ, ‘‘পরিচ্ছন্ন ময়মনসিংহ’’ উদ্যোগ গ্রহণ।
  • শহরের বিভিন্ন রাসত্মা ও ফুটপাত দখলমুক্ত অভিযান।
  • অবৈধ প্যানাফ্লেক্স, ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড, তোরণ, গেইট অপসারণ কার্যক্রম চলমান।
  • পিভিসি স্যুইচ ভাল্ব সম্বলিত টু পিট ল্যাট্রিন প্রকল্প।
  • কৃষকদের ফসলের নানা সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান দেওয়ার জন্য ‘‘কৃষকের জানালা’’ একটি ডিজিটাল প্রয়াস।
  • মুক্তিযোদ্ধাদের হেল্থ কার্ড বিতরণ।
  • ডিজিটাল হাজিরা চালুকরণ।
  • ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচী চলমান।
  • বাল্য বিবাহ মুক্তকরণ কার্যক্রম চলামান।

জামালপুরঃ

  • ফেইসবুকে প্রাপ্ত জনচাহিদার ভিত্তিতে জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে জামালপুরে ‘‘Clean Jamalpur, Green Jamalpur”  সামাজিক উদ্যোগ গ্রহণ।
  • ডিজিটাল হাজিরা চালুকরণ।
  • মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সচিব ও গ্রাম পুলিশদের বেতন ভাতা প্রদান।
  • পেনশনারদের জন্য বিশেষ উদ্যোগ।
  • হিজড়াদের পুনর্বাসন কার্যক্রম।
  • নকশীকাঁথার উন্নয়ন।
  • মোবাইল ডাস্টবিন চালুকরণ।
  • ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচী চলমান।
  • বাল্য বিবাহ মুক্তকরণ কার্যক্রম চলামান।

নেত্রকোণাঃ

  • গর্ভবতী মায়েদের দ্রম্নত নিকটস্থ কমিউনিটি ক্লিনিকে ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার জন্য ‘‘মা এ্যাম্বুলেন্স’’ চালুকরণ।
  • ওয়েবসাইটের মাধ্যমে নামজারিসহ ভূমি ভিত্তিক সেবা সহজীকরণ করা হয়েছে।
  • ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচী চলমান।
  • বাল্য বিবাহ মুক্তকরণ কার্যক্রম চলামান।

শেরপুরঃ

  • ‘‘বায়ো ফেন্সিং’’ এবং ‘‘সোলার ফেন্সিং’’ ব্যবহার করে বন্য হাতি থেকে সাধারণ মানুষের ফসল ও জান-মালের রক্ষা করা হয়েছে।
  • ‘‘দুধ গ্রাম’’ প্রতিষ্ঠা।
  • ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচী চলমান।
  • বাল্য বিবাহ মুক্তকরণ কার্যক্রম চলামান।