Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিস্তারিত



বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ


জনাব উম্মে সালমা তানজিয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব। তিনি ময়মনসিংহ বিভাগের ৬ষ্ঠ বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ১৩ জুলাই ২০২৩। ১৮২৯ সালে বিভাগীয় কমিশনার পদ সৃষ্টির পর  তিনি বাংলাদেশের ২য় নারী বিভাগীয় কমিশনার। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি সহকারী কমিশনার হিসেবে ২২ ফেব্রুয়ারি ১৯৯৮ তারিখ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে তিনি ব্রাহ্মণবাড়ীয়া জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি); একাধারে হবিগঞ্জ সদর ও মৌলভীবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার; সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ন্যাশনাল কনসালটেন্ট, এটুআই এ কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর জেলায় ১৫.০৯.২০১৬ - ২৩.০৬.২০১৯ সময়ে সনামধন্য জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। যুগ্মসচিব হিসেবে শিক্ষা, স্বাস্থ্য এবং গণপূর্ত মন্ত্রণালয় এ কর্মরত ছিলেন এবং অতিরিক্ত মহাপরিচালক, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর এ কর্মরত ছিলেন।

পাংশা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও পাংশা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। Human Resource Management এ Central Queensland University, Melbourne, Australia থেকে উচ্চতর স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

তিনি দেশে বিদেশে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণ করেন। দেশের অভ্যন্তরে বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি তিনি ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইতালি, সুইডেন, অস্ট্রিয়া, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি ও আরব আমিরাতে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সরকারি স্বার্থ সংশ্লিষ্ট সভা সেমিনারে অংশগ্রহণ করেন।  উল্লেখযোগ্য প্রশিক্ষণ সমূহের মধ্যে রয়েছে।


Special Training in Field Administration (India), Managing Change in the Civil Service (Singapore), Master’s certificate in Project Management (United Kingdom), Organizational Management for the Top Management (Griffith University, Australia)

Development Program under the auspices of Managing at Top-2 (MATT-2 Project) (United Kingdom), Special Training on Telecommunication Monitoring (Denmark and Italy)

আইসিটির মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়নের জন্য ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষার বিস্তারে বিশেষ গুরুত্ব প্রদানের জন্য জাতীয় শিক্ষা পদক ২০১৭ এই দুই মর্যাদাপূর্ণ ক্ষেত্রে তিনি “দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক” নির্বাচিত হন। আইসিটি খাতে বিশেষ অবদানের জন্য সিরাজগঞ্জ জেলায় কর্মকালীন  তিনি শ্রেষ্ঠ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নির্বাচিত হন এবং তৎকালীন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

অত:পর কবিতার কাছে” এবং “তবুও জীবন অগাধ” নামে তিনি দু’টি কাব্যগ্রস্থ লিখেছেন।


পারিবারিক জীবন: স্পাউস জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার (সাবেক জেলা প্রশাসক, গোপালগঞ্জ); বর্তমানে সরকারের অতিরিক্ত সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  জননিরাপত্তা বিভাগে কর্মরত আছেন। পারিবারিক জীবনে তিনি ০২ কন্যা সন্তানের জননী এবং দু’জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।


...............